জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে গণিত বিভাগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় কেরানীগঞ্জে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে প্রতিযোগিতামূলক খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে বলকে নিজেদের দখলে রাখে গণিত বিভাগ। ঐদিক থেকে অর্থনীতি বিভাগকে বেশ আত্মবিশ্বাসী লক্ষ্য করা যায়। প্রথমার্ধের খেলায় দুইপক্ষই গোলের কোন সম্ভাবনা তৈরী করতে পারেনি।
একটিমাত্র পরিবর্তন নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে গণিত বিভাগ৷ শুরুতে বলের দখল হারায় তারা। অর্থনীতি বিভাগকে অনেকটা আক্রমণাত্মক খেলতে লক্ষ্য করা যায়। ঐদিকে গণিত বিভাগ একটি থ্রোর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দর্শকদের নিরাশ করে তারা। শরিফুল ইসলামের নেয়া থ্রো পেয়ে হেড দিয়ে গোল করে ফরোয়ার্ডে থাকা অমিত কুমার। কিন্তু ততক্ষণে রেফারি ফাউল থ্রোর সংকেত দেন। পরবর্তিতে আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করে গণিত বিভাগ কিন্তু তাতেও সাড়া দেন নি রেফারি। অত:পর খেলাটি পেনাল্টি পর্যন্ত গড়ায়।
পেনাল্টিতে প্রথম গোল জালে না দিতে পেরে পিছিয়ে যায় অর্থনীতি বিভাগ। পরে গণিত বিভাগের পক্ষে আদন তৃতীয় গোল দিতে না পারলে পেনাল্টিতে সমতা ফিরে আসে। শেষ গোল জালে ফেলতে ব্যর্থ হয় অর্থনীতি বিভাগ। ফলস্বরুপ, ৪-৩ ব্যবধানে অর্থনীতি বিভাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গণিত বিভাগ।