ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আমার শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর খাবার খাওয়াতে চাই না: জাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন , “অস্বাস্থ্যকর খাবার খেয়ে শিক্ষার্থীদের শরীর খারাপ হয়। আমি আমার শিক্ষার্থীদের ধূলাবালিযুক্ত, অস্বাস্থ্যকর খাবার খাওয়াতে চাই না।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু হল সংলগ্ন খাবার দোকান পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

দোকানগুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় দোকানমালিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ৬ষ্ঠ সমাবর্তন উপলক্ষে পযার্প্ত খাবার রাখা, খাবারের মান নিশ্চিতকরণ, যৌক্তিক দাম রাখাসহ কয়েকটি বিষয়ে দোকান মালিকদের তাগাদা প্রদান করেন উপাচার্য।

পরিদর্শনকালে খাবারের মান নিশ্চিতের তাগিদ দিয়ে উপাচার্য বলেন, ভ্রাম্যমাণ দোকানগুলোতে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন করছে কি না তা আগামীকালও(শনিবার) তদারকি করা হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক নূরুল আলম আরো বলেন, সমাবর্তন প্রত্যাশীদের সাথে আগতদের বসার সার্বিক ব্যবস্থা এবং মাতৃদুগ্ধ পানের জন্য নির্দিষ্টস্থানের ব্যবস্থা করা হয়েছে । আমি নিজেও অনেক আনন্দিত কারণ আমার নিজের সন্তানও এবার সমাবর্তন পাচ্ছে। অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকের মতো আমার কাছেও বিষয়টি উচ্ছ্বাসের।

এসময় ইমাম হোসেন নামে এক দোকানদার বলেন, “আমরা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখছি এবং আমরা খাবারের মান নিশ্চিতকরনে বদ্ধপরিকর।”

পরিদর্শনকালে, আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক এ এ মামুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।