আইটি বিষয়ক সক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটি সংগঠনটি তাদের মৌখিক পরিক্ষার মাধ্যমে নতুন সদস্য সংগ্রহন করছেন।
মঙ্গলবার ( ০৭ ফেব্রুয়ারি ) সকাল ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার রুমে নবীন সদস্য সংগ্রহের জন্য মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। এই মৌখিক পরিক্ষা-তে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মৃত্তিকা মৌ উপস্থিতিতে সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা মৌখিক পরিক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেন। উক্ত পরিক্ষায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মৃত্তিকা মৌ বলেন, আইটি সোসাইটির সদস্য হতে ভাইবায় সতঃস্ফুর্ত অংশগ্রহন জানান দেয় ইবিতে আইটি সোসাইটির সফলতা। তিনটি ভাইবা বোর্ডে ভাইবা নিয়েও সদস্যদের ভাইবা নেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের আইটি নিয়ে এমন আগ্রহ সংগঠনের সাথে কাজ করার অনুপ্রেরণা আরও গাঢ় করে তুলেছে।
প্রসঙ্গত, ইবি আইটি সোসাইটি সংগঠনটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের কার্যক্রম শুরু করেন। করোনাকালিন সময়ে সংগঠনটি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর শেখ আবদুস সালাম, সুশান্ত পাল সহ বিভিন্ন অনলাইন কর্মসূচির আয়োজন করেন। এছাড়াও নাম মাত্র মূল্যে নারীদের ফ্রিল্যান্সিং শেখায়। এতে ইবির অনেক নারী শিক্ষার্থী বর্তমানে অনলাইন থেকে আয় করছে।