ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবিতে আগামীকাল আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী; চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

এই উপলক্ষে টিএসসিসির করিডর সেজছে নানা সাজে। চলছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর শেষ মহূর্তের প্রস্তুতি। এবার প্রদর্শনীতে স্থান পাবে দেশি-বিদেশিসহ প্রায় ১০০টি বিভিন্ন ধরনের ছবি। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের থাকবে ফটোগ্রাফির উপর কর্মশালা, ফটো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ সার্টিফিকেট বিতরণসহ আরো অনেক আয়োজন।

আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে কর্মশালায় বিদেশিদের মধ্যে উপস্থিত থাকবেন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাউথ কলকাতা ফটোগ্রাফিক সোসাইটির সেক্রেটারি অশোক সামাদার, সাউথ কলকাতা ফটোগ্রাফিক সোসাইটির চেয়ারম্যান ড. মানাস চক্রবর্তী, কলকাতার ছায়াপথের সাধারণ সম্পাদক শুভ জিৎ বিশ্বাস, ইন্ডিয়ার লি আই সন অফিসার শুবার্তা বাসাক এবং কোশাল বাসু। এছাড়াও বাংলাদেশী ফটোগ্রাফারদের মধ্যে উপস্থিত থাকবে প্রথম আলোর ফটো জার্নালিস্ট সাবিনা ইয়াসমিন, ফটো জার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার রাকিবুল আলম খান, বিডি টাইমস নিউজের মিডিয়া কোঅর্ডিনেটর শামস ই তানভীর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসের ডেপুটি রেজিস্ট্রার ( ফটোগ্রাফি) আবু সিদ্দিক রোকন।

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির বলেন, ক্যাম্পাসের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাই আমাদের প্রদর্শনীতে আসার জন্য। দ্বিতীয়বারের মতো ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী উৎসব করতে চলেছি আমরা। এখানে ইবির এবং দেশী-বিদেশী আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হবে। আশাকরি সবার ভালো লাগবে।

উল্লেখ্য যে, এবারের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর স্পন্সর করছে ব্রাকনেট, রোমো, বি আর বি।