ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের সসমন্বিত ‘সি‘ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৪.৪২ শতাংশ।
শনিবার (২০ আগষ্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদে মোট ১৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪০৪ জন শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, সি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (ভারঃ) এইচ এম আলী হাসান প্রমুখ।
এবিষয়ে ‘সি’ ইউনিট পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আজকের পরীক্ষাটিও আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এখনও পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনিনি।