ঢাকা২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবিতে ছাত্র মৈত্রীর নেতৃত্বে আশিক-সৌরভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র মৈত্রীর ১৫ তম সম্মেলনে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আশিকুর রহমান কে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসিরুল কবির সৌরভকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটির ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল মোতালেব সাধারণ সম্পাদক অতুলন দাস আলো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ সভাপতি হিসেবে মোজাহিদুল ইসলাম মোরশেদ, মাহমুদুল হাসান ও অজয় কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মিরাজ আল জামান অনিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এইচ.এম.আরাফাত, দপ্তর সম্পাদক হিসেবে পবিত্র রায় পার্থ, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে রিপন রায়, অর্থ সম্পাদক হিসেবে রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ওয়ালিউল্লাহ বসুনিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদকহিসেবে শেখ ফরিদ, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মুকিতুল হাসান তরঙ্গ নির্বাচিত হন। এছাড়া সম্মানিত সদস্য হিসেবে আব্দুর রউফ, মুতাসিম বিল্লাহ পাপ্পু ও সদস্য আব্দুল আহাদ, মোতালেব মিয়া, রাশেদ খান, আরিফুল ইসলাম, আসমা খাতুন, ইবনে আরাফাত ইমন, লিমন ইসলাম, পংকজ রায়, আসাদুল ইসলামকে নির্বাচিত করা হয়।

এর আগে সকাল ১১ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে ছাত্র মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহমদ বকুল, উদ্বোধক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান শিশির ও রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান প্রমুখ।