বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এক আনন্দ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেন্টে এসে শেষ হয়।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, বনি আমিন, মামুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, হোসাইন মজুমদার ও অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন হলের কয়েকশ নেতাকর্মী।
এরপর সাড়ে ১১টার দিকে জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ। পরে দলীয় টেন্টে কেক কাটা শেষে হলগুলোতে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্ব-স্ব হলের নেতাকর্মীরা।