ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবিতে ‘অনুকল্প’ এর উদ্যোগে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘দেয়ালচিত্রে বঙ্গবন্ধু’ উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে ক্যাম্পাসে শিল্প ও সংস্কৃতিতে পরিবর্তন আনার সংগঠন ‘অনুকল্প’ এর উদ্যোগে দেয়ালচিত্র উন্মোচন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুর রহমান জয়, ফারহান লাবিদ ধ্রুব, সিফাত হোসেন, সাইমুন খাঁন, আশিক কোরাইশীসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগ নেতাকর্মী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।