ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবিতে হয়ে গেলো দিনব্যাপী মুট কোর্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে মুট কোর্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জানা যায়, বিভাগে ৪র্থ বর্ষের পাঠ্যসূচিতে ইন্টার্নশীপ ও মুটকোর্ট অনুশীলন নামে একটি অংশ রয়েছে। যেখানে ইন্টার্নশীপ অংশে শিক্ষার্থীরা আইন পাঠের পর বিভিন্ন আদালতে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে এবং মুটকোর্ট অনুশীলন অংশে একটি কাল্পনিক আদালত থাকে। যেখানে জজের আসনে বসে বিচারকগন এবং কাল্পনিক মামলার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন কর হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ মো. আসাফ উদ দৌলা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম জেলা জজ মো. আসাফ উদ দৌলা বলেন, আগামীতে আপনার বাংলাদেশের বিচার অঙ্গনে বিচারক বা আইনজীবি হিসাবে কাজ করবেন। কেউ শিক্ষকতা করবে। যে পেশাতেই যান আইনের ছাত্র হিসাবে সবসময় ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠিত করবেন।