ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। হিসাববিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনে উদ্যোগে এ বর্ণাট্য আয়োজন করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইবি এলামনাই এসোসিয়েশনের আহবায়ক শাহজাহান আলম শাজুর নেতৃত্বে বিভাগের শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালিতে রং বেরংয়ের বেলুন ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলম শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসাইন।
পরে বিকাল ৪ টার দিকে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।