ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবি বইমেলায় ফেলা আবর্জনা পরিষ্কার করল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলায় ফেলা সকল আবর্জনা সাফ করল ছাত্রলীগ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বইমেলা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এ পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।

বইমেলার সকল আবর্জনা পরিস্কার করে প্রশংসা কুড়িয়েছেন ছাত্রলীগ। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, পাঁচটি হল ইউনিট ও বিভিন্ন অনুষদ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে আসছে ইবি শাখা ছাত্রলীগ।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা খেয়াল করেছি কর্তৃপক্ষ নিয়মিত মেলার আবর্জনা পরিস্কার করছে না। এ জন্য বইমেলা পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এ কর্মসূচি শুরু হলো। ধাপে ধাপে এমন আরো কর্মসূচি অব্যাহত থাকবে।’