ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইবি বাগেরহাট জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে দিদারুল-আকবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
নভেম্বর ২১, ২০২২ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিস বিভাগের শেষ বর্ষে শিক্ষার্থী মোঃ দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আলী আকবর শেখ-কে নির্বাচিত করা হয়।

আজ রবিবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় অনুষদ ভবনের ৩২৮ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা প্রফেসর ড.ওবায়দুল ইসলাম।এ সময় অন্যান্য উপদেষ্টাগণও উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ০৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ০৮ জন৷ পরে প্রধাণ নির্বাচন কমিশনার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।