ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিল্পকর্ম প্রদর্শনী 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ কতৃক আয়োজিত অর্ধ-বার্ষিকী শিল্পকর্ম প্রদর্শনী ২০২২ অনুষ্ঠানের প্রথম দিন আজ। এ শিল্পকর্ম প্রদর্শনী ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি চলবে বলে জানান

আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ ইমতিয়াজ ইসলাম ও মোঃ রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহাবুবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

এই প্রদর্শনীতে ফাইন আর্টসের ৬০জন শিক্ষার্থীর প্রায় শতাধিক অঙ্কিত ছবি প্রদর্শনীর জন্য ছিল। এ প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিল্পকর্ম প্রদর্শনীতে শিক্ষার্থীরা হিউম্যান পার্টস, চেয়ার,বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গা, রঙ্গিন পেইন্টিং ইত্যাদি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।