ইয়ুথ’স ভয়েজ, যেটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ২০১১ সাল থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী সুনাম কুড়িয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ইয়ুথ’স ভয়েজ তাদের ১১ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে ইয়ুথ’স ভয়েজের সদস্যরা নগরীর উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের সাথে এ দিবসটি উদযাপন করে। এ সময় শিশুরা নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এরপর ইয়ুথস ভয়েজের পক্ষ থেকে শিশুদের মধ্যে শিক্ষামূলক উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপলব্ধি ফাউন্ডেশনের সদস্যরা জানান, ‘ইয়ুথ’স ভয়েজের মতো ফাউন্ডেশনকে আমাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত, আশা করি ভবিষ্যতেও আমরা তাদের পাশে পাবো’। ইয়ুথ’স ভয়েজের ডিরেক্টর শাহারিয়ার আহমেদ বলেন, ‘ইয়ুথ’স ভয়েজ সবসময় চেষ্টা করে বাচ্চাদের পাশে থাকতে এবং আগামীতে বাচ্চাদের আরো সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে।