ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

উন্নয়নে বাংলাদেশ সম্মাননার জন্য নির্বাচিত জাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
মার্চ ২, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘শিক্ষা উন্নয়ন’ ক্যাটাগরিতে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ মার্চ) এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৫ মার্চ ২০২৩ তারিখ, রবিবার সন্ধ্যা ৬.০০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এমপি, প্রধান অতিথি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করবেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।