ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

এনইউবির টেক্সটাইল বিভাগের ৪০তম ব্যাচের ১ম ইন্ডাস্ট্রি পরিদর্শন সম্পন্ন

শেখ সাইদুর ইসলাম
মার্চ ১৩, ২০২৩ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

১১ মে, শনিবার নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্ডাস্ট্রি পরিদর্শনের আয়োজন করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার জনাব মোঃ মোশারফ হোসেন এবং লেকচারার মোঃ সেলিম আহমেদ এর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ব্যাবিলন গ্ৰুপের প্রতিষ্ঠান অবনী টেক্সটাইল লিমিটেড, অবনী নিটওয়ার লিমিটেড এবং ব্যাবিলন ওয়াশিং লিমিটেড পরিদর্শন করানো হয়।

এ বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব জি এম ফয়সাল বলেন, “শুধু পুঁথিগত শিক্ষা অথবা ল্যাবের শিক্ষা নয় আমাদের প্রতিটি শিক্ষার্থীকে একেকজন দক্ষ বস্ত্র প্রকৌশল হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিনিয়ত তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শনের আয়োজন করে থাকি। এতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানের বাস্তব প্রায়োগিক অভিজ্ঞতা অর্জন করছে পাশাপাশি কর্পোরেট টেক্সটাইল জগতের সাথেও তাদের একটা সুসম্পর্ক গড়ে উঠছে যা ভবিষ্যতে তাদের চাকরির বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সারাদিনব্যাপি ইন্ডাস্ট্রি পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রায়োগিক অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।