“বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে..”
বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত, পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক! আর এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা, প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া। তাই তো ভালোবাসা ও ভালো লাগার বসন্ত ঋতুকে বরণ করে নিলো নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
১৩ ফেব্রুয়ারি সোমবার নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজন করে “পিঠা উৎসব ও বসন্ত বরণ”। পিঠা উৎসব উপলক্ষে সবধরনের পিঠার বিভিন্ন স্টল দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা “বুনন পিঠা ঘর” দেন। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আনন্দে শামিল হতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ।
সবশেষে বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের উপস্থাপনায় বর্ণিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় নর্দানের বসন্ত