বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ( বেরোবি) শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী তরুণ কুমার রায় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী মো: আরিফ হোসেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি)রাতে উপদেষ্টা মন্ডলী মো:ফজলুল করির( পরিচালক, স্থানীয় সরকার,রংপুর বিভাগ),সালমান হাসান ডেভিড (পরামর্শক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ডা:হামিদুল হক খন্দকার (পরিচালক, বাংলাদেশ পঙ্গু হাসপাতাল ‘নিটোর’ ঢাকা), অধ্যাপক তোফায়েল হোসেন (সভাপতি, রংপুরস্থ কুড়িগ্রাম জেলা সমিতি), অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ (ডিন,কলা,অনুষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) ও সদ্য সাবেক সভাপতি সাকিরুল ইসলাম মুরাদ এবং সাধারণ সম্পাদক সিফাত সরদার স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়।
এছাড়াও সংগঠনটির অন্যান্য পদপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন সহ-সভাপতি মো:রেজাউনুল আনাম তন্ময়,মনিরুজ্জামান মাছুম, মো:লাভলু ইসলাম, মো: শাহিন আলম, মো:আজিজুর রহমান, শারমিন আক্তার বন্যা,অঞ্জন কুমার দেব,মো:আবু সালেহ শামিম।
যুগ্ন–সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, মো:সোহেল রানা,মো:মোজাম্বেল হক হৃদয়।
সাংগঠনিক সম্পাদক আল আমিন খন্দকার,মো: আল জাকারিয়া,নুসরাত নওশিন বুশরা।
নবনিযুক্ত কমিটির সভাপতি তরুন কুমার রায় বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৭৫ একরে কুড়িগ্রাম জেলা সমিতিকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে জেলা সমিতি পাশে থাকবে।তাছাড়া তাদের সকল ধরনের উন্নয়নে জেলা সমিতি কাজ করবে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন বলেন,কমিটির সবাইকে সাথে নিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
এছাড়াও সম্প্রীতি সস্মেলন ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামীম মাহফুজ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।