কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত মেয়েদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এ খেলার উদ্বোধন করেন। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ক্রিকেট টিম ও শেখ হাসিনা হল ক্রিকেট টিম। খেলায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রথমে ৮ ওভারের খেলায় ৫২ রান সংগ্রহ করে। জবাবে ৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ৭ ইউকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বাংলাদেশের সব জায়গায় যখন মেয়েরা স্পোর্টসে এগিয়ে যাচ্ছে তখন দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। তাই আমাদের ক্রিকেট খেলার আয়োজন করা। তোমরা আজকের খেলার পর থেকে থেমে যেও না। নিয়মিত চালিয়ে যেও। বাংলাদেশের মেয়েদের টিম ভালো করছে। তাই তোমরাও খেলা চালিয়ে যাবে। নারীরা যেভাবে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তেমনভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাক।