কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৯ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারী মডেল কলেজ ও শালবন মাধ্যমিক বিদ্যালয়।
এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেওয়ার কথা বিজ্ঞান বিভাগে ৯ হাজার ১১ জন পরিক্ষার্থী।
‘ ক’ ইউনিউটের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি উপলক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। তাছাড়া নিরাপত্তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছে। তাছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি রোভার স্কাউটস রয়েছে।