ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতা- কর্মীদের মধ্যে দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই দিনের জন্যে সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
অধ্যাপক আবদুল মঈন বলেন, আমরা বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী রবিবার এবং সোমবার অনুষ্ঠিত পরিক্ষা সাময়িকভাবে স্থগিত করেছি। এ ঘটনায় তদন্ত কমিটির গঠন করে ইন্ধনকারী ও দোষীদের বিচারের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে।