ঢাকা২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কুবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩১ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
অক্টোবর ৩০, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে গড়ে ৩১ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। গত বৃহস্পতিবার দিবাগত-রাত ১২টায় ভর্তির আবেদনের প্রথম পর্ব শেষ হয়। শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনটি ইউনিটে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৩২ হাজার ৮৭জন। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন প্রায় ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘ক’ (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ইউনিটে ৩৫০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৬৩২ জন। ‘বি’ (কলা ও মানবিক,সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।
এছাড়াও ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন৫হাজার ২২০জন।
ফরাফল প্রকাশের বিষয় জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হবে, সেখানে সিদ্ধান্ত গৃহীত হবে কবে বা কোন তারিখে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

উল্যখে, এবছর দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। গুচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছিলো ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি।