ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কুবিতে ফেনী স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীণবরণ ও বিদায় সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
আগস্ট ৯, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফেনী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন কর্তৃক নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ৩ টায় বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সভাপতি মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো.মুছা ভূঁইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক আয়েশা আক্তার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ফেনী আয়তনের দিক থেকে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশের সাহিত্যে, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে । নবীণদের উদ্দেশ্য করে তিনি আর ও বলেন, একুশ শতকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি করার জন্যে যে শক্তি,একনিষ্ঠতা ঐশ্বর্য ও সাধনা প্রয়োজন তোমাদের তারুণ্যের মধ্যে সেটা রয়েছে। কাজেই তোমাদের বুক ভরা স্বপ্ন আর পিতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা যত্নশীল হবে এবং সুস্থসমাজ গঠনে তোমরা এগিয়ে আসবে।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির নেতৃবৃন্দসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফেনী জেলার সাবেক ও বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী।