কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে বার্ষিক পাবলিক লেকচার- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
“Bangladesh: The Impressive Journey, and The Opportunities and Challenges of LDC Graduation” শীর্ষক কর্মশালাটি মঙ্গলবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নবীন কর কুণ্ডু এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিসরে এমন মুক্ত অর্থনৈতিক লেকচার গুলো বেশি বেশি আয়োজন করা উচিত। অর্থনীতির যেকোনো সমস্যার বিষয়ে এখান থেকেই আলোচনা এবং সমাধান উঠে আসতে হবে।