ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

কুবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরিক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
আগস্ট ২০, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষার মধ্যে দিয়ে এবারে গুচ্ছ ভিত্তিক পরিক্ষা শেষ হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯১.৯৩ শতাংশ এবং অনুপস্থিত ৮.০৭ শতাংশ।

শনিবার ( ২০আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ তিনটি উপকেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ ও সরকারী টিচার্স ট্রেনিং কলেজ। তিনটি কেন্দ্রে মোট ৪ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্তিত ছিলেন ৩ হাজার ৭২৬ জন। ৯১.৯৩ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮.০৭ শতাংশ অনুপস্থিত ছিল। বিষয়টি নিশ্চিত করেন কুবি কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার।

পরিক্ষার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা অনেকগুলো হল পরিদর্শন করেছি, পরীক্ষা আগের দুটোর মতো আজকেও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রের মানের ব্যাপারে তিনি বলেন, অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্রে ফন্টের সমস্যা থাকলেও এবার এটা দেখা যায় নি। সর্বোপরি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।