ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

কুবির পাহাড়ে ফের আগুন

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার ( ১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যবর্তী লালন চত্বরের আগুন লাগার ঘটনা ঘঠেছে। তবে কে বা কারা লাগিয়েছে এই বিষয়ে কিছুই জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে পাহারে ফের আগুন লাগার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন প্রক্টর ওমর সিদ্দিকী ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও বা আগুন জ্বলছে, কোথাও আগুন নিভে কালো বর্ণ ধারণ করেছে। পাহাড়ের উপরে আগুনে পুড়ছে গাছ-পালা। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলবার কারনে ছড়িয়ে পড়েছে পাহাড়ের বিভিন্ন অংশে।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার বিষয়ে আমি অবগত নয় তবে আমি খুজ নিয়ে দেখতেছি।