ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কুবির বঙ্গবন্ধু হলে চুরির সময় হাতেনাতে আটক তিনজন

হাছিবুল ইসলাম সবুজ,কুবি
আগস্ট ১১, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বেসিনের কল চুরি করার সময় তিন শিশু চোরকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকার সারে চারটার দিকে বঙ্গবন্ধু হলের নিচ তলায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে হলো আপন (১৩), সাব্বির (১৪) ও সবুজ ( ৯)। এছাড়া পলাশ ও মাহিন সহ বেশ কয়েকজন শিক্ষার্থীদের আভাস পেয়ে পালিয়ে যায়।

সহকারী প্রক্টর ফয়জুল ইসলাম বলেন, আটককৃতরা চুরির বিষয়টি স্বীকার করে কিন্তু তাদের বয়স দিক বিবেচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি তবে পুলিশের উপস্তিতিতে তাদের অভিভাবক থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, হলের পানির ট্যাপ চুরির সত্যতা পেয়েছি। একটি ট্যাপ তাদের থেকে উদ্ধার করা যায়। অভিযুক্তরা শিশু হওয়ায় পুলিশের উপস্তিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে মানি ব্যাগ ও মোবাইল ফেরত দিতে বলা হয়েছে। যদি ফেরত না দেওয়া হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯আগষ্ট) বঙ্গবন্ধু হলের সম্প্রসারিত ভবনের চতুর্থ তলায় ৪১২ নং কক্ষ থেকে লোকপ্রশাসন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাকিল আহম্মদের মোবাইল চুরি হয়। এছাড়াও পূর্বে বেশ কয়েকজনের মানিব্যাগসহ বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাফেটেরিয়া থেকে ২৭ টি পানির কল সহ বিভিন্ন স্যানিটারি সরঞ্জাম চুরির অভিযোগ পাওয়া যায়।