ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কুবির শেখ হাসিনা হল ছাত্রলীগের নতুন নেতৃত্বে ফাইজা-সিসিলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
অক্টোবর ২০, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কাজী ফাইজা মাহজাবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেবুন নেসা বিনতে জামান সিসিলি৷

বুধবার (১৯ অক্টোবর ) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তাহরিমা আক্তার তৃষা, সামিয়া তাসনিম স্বর্ণা, ওয়াসিকা কাদের রাফা ও মৃধুলা সরকার রূপা৷ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আতেফা নাহার লিয়া, রাবিনা ঐশি ও জান্নাতুল মাওয়া৷ সাংগঠনিক সম্পাদক হয়েছেন শারমিন আক্তার পায়েল
ও শারমিন আক্তার মেঘলা৷

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়৷ এছাড়া, এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে৷

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আমাদের নতুন সাংগঠিনক ইউনিট। ইউনিটটির কার্যক্রম গতিশীল করতে আমরা হল ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছি। কমিটির কারো বিষয়ে কোন বির্তক থাকলে আমরা অবশ্যই সাংগঠিক ব্যবস্থা গ্রহণ করব।