উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) লোক প্রশাসন বিভাগের ‘পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচন শুরু হয়েছে।
বোধবার(২১ ডিসেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত লোক প্রশাসন বিভাগের ৩০৭ নং কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
মোট ৮ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুইজন করে মোট ১০ জন এবং কার্যনির্বাহী ৩টি পদে বিপরীতে প্রার্থী রয়েছেন ৪ জন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন লোকপ্রশাসনে বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন একই বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ও এইচ. এম. খালীদ হোসাইন ভূঞা।