ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

গুচ্ছকে বাতিল করে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি চায় ইবি শিক্ষক সমিতি

মোতালেব বিশ্বাস, ইবি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছে পদ্ধতিকে না বলে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ পদ্ধতি থেকে ফিরে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষক সমিতি। তখন গুচ্ছ প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ভোগান্তি ও সংকটের কথা তুলে ধরেছিলেন তাঁরা। বিষয়টি শিক্ষার্থী বান্ধব বলে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ফিরে আসার আহ্বাবান জানিয়ে উপাচার্যকে চিঠির মাধ্যমে অবগত করেন তাঁরা।

সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার বলেন, আমরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত করে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলাম। তখন দেখা যায় সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও কঠিন হয়ে যায়। আমরা ২০২১-২২ শিক্ষাবর্ষেও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার জন্য মতামত দিয়েছিলাম তবে শর্ত সাপেক্ষে আবারো যেতে হয়। কিন্তু যা এবার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা লিখিতভাবে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়কে জানিয়েছি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, ইবি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিয়ে পূর্বে অনেক সুনাম কুড়িয়েছে। কিন্তু গুচ্ছে যাওয়ায় সব বিভাগে শিক্ষার্থীরা পরিপূর্ণ হচ্ছে না। ভোগান্তি হচ্ছে বেশি। তাই শিক্ষক সমিতি গুচ্ছতে না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন পর্যন্ত আমরা সকল শিক্ষক গুচ্ছে না যাওয়ার পক্ষে অটল আছি।