তীব্র যানজটের কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের হাজারো গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী। যারজন্য যানবাহন অব্যবস্থাপনা ও ব্যক্তিগত প্রাইভেটকার চালকদের খামখেয়ালিপনাকে দায়ী করছেন পরীক্ষা সংশ্লিষ্টরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঙ্গিনি মোড় থেকে বিশ্ববিদ্যালয় অবধি প্রায় ২-৩ কিলোমিটারের পুরোটা সড়কপথ বাস, ব্যক্তিগত প্রাইভেটকার, সিএনজি, অটোসহ ধীরগতির যানবাহনে ভরপুর। যারমধ্যে কোটবাড়ি মোড়, ক্যাডেট কলেজ মোড়, ও জাদুঘর মোড়ে দুই দিক আসা যানবাহনের তীব্র জটে আটকা পড়েছে পরীক্ষার্থীরা। ফলে সাধারণ যানবাহনের ভীড়ে শিক্ষার্থীদের সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি অনেক শিক্ষক-অভিভাবককে দীর্ঘপথ পায়ে হেটেও যেতে দেখা গেছে।
এদিকে পুলিশ, বিএনসিসি, রোবারের সদস্যরা শৃঙখলার দায়িত্বে থাকলেও প্রয়োজনের তুলনায় কম হওয়া ও ড্রাইভার, প্রাইভেটকার চালকদের খামখেয়ালিপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
যানবাহন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে বলেন এ ইউনিটের আহ্বায়ক মো. সাইফুর রহমান বলেন,এবিষয়টি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছি। তারপরও যানবাহনের কারণে শিক্ষার্থীদের দেরী হলে আমরা ৫-১০ মিনিট কনসিডার করবো।
প্রসঙ্গত, এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিনে ৯ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৯ হাজার ১১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। যারমধ্যে ৮ টি কেন্দ্রই কোটবাড়ি ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত।