ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
আগস্ট ২১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। যথাযোগ্য মর্যাদায় ইবিতে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে এক প্রতিবাদ র‌্যালি বের করা হয়। তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসান সহ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব ম্যুরালে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন পরিষদ, ফোরাম, হল, বিভাগ সহ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।