ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি রুদ্র, সম্পাদক মেহেদী

bdcampus
মার্চ ৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

‘শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদের কারাগার ভেঙে ফেলো’ প্রতিপাদ্য নিয়ে ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের দ্বাদশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সাইফুর রূদ্র্কে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে নগরীর জামালখানে সংগঠনের কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার।

নতুন কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি ভাস্কর চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মিঠু দে, সাংগঠনিক সম্পাদক জাহেদুল রাফি, দফতর সম্পাদক সাব্বির হোসেন, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাক মাহমুদ, সদস্য মোহাম্মাদ রাসেল, মুনতাসির নাহিয়ান ও মুশফিক রহমান।