ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চবিতে টেলিটক পাহাড়ে কুপিয়ে জখম করে দুই শিক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর হামলার শিকার হন।এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ বিভাগের মোঃ মুরসালিন সরকার।ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ১৫০০০ টাকার ২ টি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেন।শনিবার (১৮ ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থী মুরসালিন বলেন, আমি এবং আমার বন্ধু টেলিটকে ঘুরতে গিয়েছিলাম।এ সময় ৩ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের ঘিরে ধরে এবং এক পর্যায়ে আমাকে দা দিয়ে কোপ দেয়।অতঃপর আমার নিকট হতে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি।

এ বিষয়ে নিরাপত্তা দপ্তরে প্রধান মোঃ আব্দুর রাজ্জাক বলেন,
ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ওখানে না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা সম্বলিত সাইনর্বোড দেয়া আছে।ওইখানকার গার্ডরা ওইদিকে যেতে নিষেধ করে। কিন্তু শিক্ষার্থীরা এসব নিষেধ শুনে না।