ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৪

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাএলীগের দু’পক্ষ পূর্ব ঘটনার জের ধরে সংঘর্ষ জড়িয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে সংঘর্ষের সূচনা হয়।পরে তা সোহরাওয়ার্দী হলসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।এতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষসহ আটটি কক্ষে ভাংচুর করা হয়।

বিবাদমান দুটি পক্ষ হলো বিজয় গ্রুপের নেতা দেলোয়ার হোসেনের অনুসারী ও মোঃ আল-আমিনের অনুসারী।

গত সোমবার একুশের প্রথম প্রহরে বিজয় গ্রুপের নেতা মোঃ আল-আমিনের অনুসারী এফ. রহমান ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গনে গেলে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। এতে সংঘর্ষ জড়ায় দু’পক্ষ।

এই ঘটনার জেরে কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে উওেজনা চলছিল। শুক্রবার বিকালে আবারও সংঘর্ষে জড়াল।