ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

জবিতে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) স্বাধীনতা শিক্ষক সমাজের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরে তাদেরকে সঠিক ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের ইতিহাসও বিভিন্ন বিষয়ের ওপর কুইজ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও চূড়ান্ত বিজয়ে তাঁর অবদানের চর্চা করতে শিক্ষার্থীরা কুইজে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরে তাদেরকে তা চর্চায় উদ্বুদ্ধ করতেই আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী হবে। তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করবে।’