জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ‘Topological indices of Chemical Graph’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে পুরাতন কম্পিউটার ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল। ঘন্টা ব্যাপি প্রাণবন্ত সেমিনারে অধ্যাপক ড. মধুমঙ্গলন পাল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শরিফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, বিভাগে এই ধরনের সেমিনার আয়োজন অবশ্যই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাকে উৎসাহিত ও ত্বরান্বিত করবে। সেমিনারে সেশন চেয়ার হিসেবে ছিলেন সেমিনার কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সরোয়ার আলম।