ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জাবিতে অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মার্চ ৭, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) স্নাতকোত্তর শেষ করে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , যে সকল ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।