জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেগম সুফিয়া কামাল হলের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮ টায় শেখ হাসিনা হল থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেখ হাসিনা হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে তারা স্লোগান দেন, “বাচাঁর মতো বাচঁতে চাই নিরাপদ হল চাই।প্রশাসন নিরব কেন মানি না, মানবো না।
এর আগে রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল ও সুফিয়া কামাল হলে ঢুকে এক যুবক ছাত্রীদের গালাগালি ও হেনস্তা করে বলে জানা যায়। একই সময়ে খালেদা জিয়া হলেও চলে চুরির চেষ্টা।
তাদের অন্য দাবিগুলো হলো- হলের চারপাশের দেওয়ালের উচ্চতা বাড়ানো, হাইওয়েতে সিসিটিভি লাগানো ও মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত লোকবল রাখা, হলের চারপাশে পর্যাপ্ত ফ্লাড লাইট লাগানো, গার্ডের দায়িত্ব পালন নিশ্চিত করা, নিচ তলার প্রতিটা রুমের উইন্ডো কেসিং লাগানো, হলের পেছনের দিকে হল এটেন্ডেন্টের উপস্থিতি নিশ্চিতকরণ, হল সুপারের উপস্থিতি নিশ্চিতকরন, নিচ তলার ডাইনিং ও গনরুমে জানালায় পর্দা লাগানো, শিক্ষার্থীদের নিরপেক্ষ জবাবদিহি চাওয়ার অধিকার নিশ্চিতকরন করতে হবে।
পরে রাত ১০ টার দিকে দাবিগুলোর বাস্তবায়নের বিষয়ে হলের আবাসিক শিক্ষক মোসাব্বের হোসেন ও ওয়ার্ডেন মাহবুবুর রহমান আশ্বস্ত করলে ফিরে যান শিক্ষার্থীরা।
জানা যায়, আজ রবিবার (১২ মার্চ) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল বেগম সুফিয়া কামাল হল, বেগম খালেদা জিয়া হল এবং শেখ হাসিনা হলে চুরির চেষ্টা ও পরবর্তীতে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।