ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

জাবিতে জেইউডিও’র আয়োজনে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৩ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুগান্তরের পদধ্বনি, বাজুক প্রাণে তোমার আমার’ স্লোগানকে সামনে রেখে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও’ এর আয়োজনে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল।

বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করছে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হলের বিতর্ক দল।

আজ রবিবার (১২ মার্চ) বিকাল ৪ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিইউ এর সভাপতি নূর আহম্মদ হোসেন বিন্দু।
আগামীকাল জহির রায়হান মিলনায়তনে নবীন বিতর্ক কর্মশালাটি অনুষ্ঠিত হবে। ১৭ ও ১৮ মার্চ ছাত্র শিক্ষক কেন্দ্রে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা এবং ১৯ মার্চ সেলিম আল দীন মুক্তমঞ্ছে নবীনবরন ও বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক সংযোজিত হতে যাচ্ছে। প্রত্যেক হল থেকে একটা মাত্র দল কোনো নিদিষ্ট হলের প্রতিনিধিত্ব করতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেইউডিও সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি, নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৩ এর আহ্বায়ক জাহিদুল ইসলাম নাবিল এবং ১৬তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর আহ্বায়ক রাতুল হাসান।