ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জাবিতে দুর্নীতি বিরোধী বক্তৃতা প্রতিযোগিতা কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১লা মার্চ দুর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একইসাথে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কার্টুন প্রদর্শনী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরিরও উদ্বোধন করা হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে বলে নিশ্চিত করেন গ্রুপটির উপদেষ্টা এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া৷ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাবি ইয়েস গ্রুপের টিম লিডার নিশাত আব্দুল্লাহ বলেন, ‘জাবি ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই আয়োজন।”