ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জাবিতে ৫ দিনব্যাপী চলছে সাংস্কৃতিক মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

“আঁধার হোক চূর্ণ, নিত্য নব সত্য সুরে” স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা চলছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ এই মেলার আয়োজন করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাংস্কৃতিক মেলার আহ্বায়ক ফাইরুজ সাজিদা তাজরীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার প্রথম দিন(২৬ ফেব্রুয়ারি) বটতলা নাট্যদলের নাটক – ‘রাইজ এন্ড সাইন’ পরিবেশিত হয়েছে। গতকাল ২য় দিন সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ৭ টায় জলসিঁড়ির প্রযোজনায় পরিবেশিত হয় ‘কাওয়ালি সন্ধ্যা’। মেলার তৃতীয় দিন (২৮ ফেব্রুয়ারি) সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে নাট্যকেন্দ্রের নাটক – ‘পূণ্যাহ’। চতুর্থ দিন (১ মার্চ) সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টায় জলসিঁড়ির প্রযোজনায় পরিবেশিত হবে নাটক – ‘মহাবিদ্যা’। এছাড়া মেলার ৫ম ও শেষ দিনে ক্যাফে চত্ত্বরে জলসিঁড়ির ফানুস উৎসব অনুষ্ঠিত হবে।