ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের দায়িত্বে অধ্যাপক কৌশিক সাহা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. কৌশিক সাহা।
মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন-এর অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে রসায়ন বিভাগের অধ্যাপক ড. কৌশিক সাহাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর বলে গণ্য হবে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।