জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার বিকেল ৩টা থেকে ষষ্ঠ সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়।
সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে লাল-নীল-সবুজ বাতির আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণে সাজানো হয়েছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে টিএসসি, কেন্দ্রীয় খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, শহীদ মিনার ও মুক্তমঞ্চসহ গোটা ক্যাম্পাস। এতে উচ্ছ্বাস আর আনন্দে মেতে উঠেছেন শিক্ষার্থীরা।
সমাবর্তন উপলক্ষ্যে গ্র্যাজুয়েটদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। কয়েক দিন ধরেই কালো রঙের গাউন-টুপি-কস্টিউম পরে ক্যাম্পাস ও হলের বিভিন্ন জায়গায় ছবি তোলা, সহপাঠীদের নিয়ে দল বেঁধে গল্প করা এবং ঘোরাঘুরিতে ব্যস্ত সময় পার করছেন সমাবর্তনে অংশগ্রহণকারীরা।
এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
উল্লেখ্য, এবারের সমাবর্তনে অংশগ্রহণ করবেন মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্য স্নাতক ও স্নাতকোত্তর ১১ হাজার ৪৪৪ জন উইকেন্ড প্রোগ্রামে তিন হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রির ৩৪ জন এবং পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন। এছাড়াও সমাবর্তনে বিশ্বিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে তিনটি ক্যাটাগোরিতে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তনের মোট বাজেট ধরা হয়েছে ১২ কোটি টাকা।