জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের এক নেতাসহ ইংরেজি বিভাগের ৪ জনকে গাঁজাসহ আটকের অভিযোগ উঠেছে। গত ১১ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের ট্যুরে চন্দ্রনাথ পাহাড়ের সামনে এই ঘটনাটি ঘটে।
ট্যুরে যাওয়া একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা জানায়, বিভাগের ৪৫ ব্যাচের আসিফ, ৪৭ ব্যাচের ইমতিয়াজ অর্ণব,জুনায়েদ,অনুরাগ,সৌমিক পুলিশের হাতে আটক হয়। পরে বিভাগের দুইজন শিক্ষকের অনুরোধে পুলিশ তাদের ছেড়ে দেন।
শীতাকুন্ড থানা পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে গাঁজাসহ ধরা হয়েছিলো । পরে শিক্ষকদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশের শর্তে ইংরেজি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী বলেন, চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় তাদের পুলিশ আটক করে । পরে বিভাগের শিক্ষকরা বিষয়টি মিটমাট করে।
আটককৃতদের মধ্যে ইমতিয়াজ অর্ণব ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিভাগের ট্যুরে পুলিশ ধরার মতো কোন ঘটনাই ঘটে নি।
তবে আরেক অভিযুক্ত ৪৭ ব্যাচের অনুরাগ পুলিশ ধরার বিষয়টি স্বীকার করে বলেন,আমাদের পুলিশ ধরেছিলো তবে গাঁজার জন্য নয়,আমাদের সাথে ট্যুর নাই্ফ (চাকু) থাকার কারণে। পরে জিজ্ঞাসাবাদ করে আমাদের ছেড়ে দেন।
এর আগে ইমতিয়াজ অর্ণব নিজ ব্যাচের নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য করায় তোপের মুখে পড়ে । পরে ব্যাচের একদল শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগও করেন।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান শরীফ বলেন, ‘ট্যুরে পুলিশ ধরার মতো কোন ঘটনা ঘটে নি’। কিন্তু পরে চাকুসহ পুলিশ ধরেছে কিনা এই বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দেওয়া হলে তিনি আর ফোন রিসিভ করেননি।
অপর সহকারী অধ্যাপক তানিয়া তাসনিম হোসেনকে গত দুইদিন ধরে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। এদিকে বিভাগেও তাকে পাওয়া যায় নি।
বিভাগের সভাপতি সাবেরা সুলতানা বলেন,আমি এ ব্যাপারে কিছু শুনিনি। তাই না জেনে মন্তব্য করতে পারছি না।