চন্দন সমদ্দার সোমকে সাধারণ সম্পাদক ও সুমাইয়া জাহানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩ সালের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(১৮ ফেবব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য দায়িত্বে রয়েছেন অর্থ সম্পাদক মুক্তারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক উৎপল মন্ডল, দপ্তর সম্পাদক জায়েদ হোসেন আলিফ, প্রযোজনা সম্পাদক এম এস কে শিমুল, প্রচার সম্পাদক প্রিয়া সাহা, পাঠাগার সম্পাদক হাসিব অদনান, সম্মানিত কার্যকরী সদস্য হুমায়ন ইবনে জামান এবং ফাতেমা নাজনীন শায়লা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন ফারিয়া মাহিন আলম রিয়ানা, রায়হান বাবু বর্ষন, আতিকুর রহমান জনি, ওবাইদুর রহমান রুশাদ।
থিয়েটারের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল অহছান, প্রধান উপদেষ্টা হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান মনির এবং উপদেষ্টা হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি।