ঢাকা২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি পদে নতুন শিক্ষক নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
মার্চ ১, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারটি পদে নতুন চারজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে । মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বক্ষরিত চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক রসায়ন বিভাগের অধ্যাপক ড. কৌশিক সাহা, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক হিসেবে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান এবং বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা কর্মকারকে নিয়োগ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যোগাদানের তারিখ হতে এ আদেশ কার্যকর বলে গণ্য হবে এবং তারা প্রচলিত নিয়মে উক্ত পদের ভাতা ও সুবিধাদি ভোগ করবেন।