বর্তমান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সেই টেক্সটাইলের খুঁটিনাটি সব বিষয়াদি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আরো উদ্বুদ্ধ করতে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছে নর্দান টেক্সটাইল অলিম্পিয়াড ২০২৩।
বাংলাদেশের সকল কারিগরি (ডিপ্লোমা) ও সমমান পর্যায়ের সকল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে নর্দান টেক্সটাইল অলিম্পিয়াড। এ সম্পর্কে নর্দান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জনাব জি এম ফয়সাল বলেন, “স্বাধীনতাকামী হাজারো বাঙ্গালির কাছে মার্চ মাস প্রাপ্তি ও আত্মবিশ্বাসের সমার্থক। অগ্নিঝরা মার্চে বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ৭১ এর সকল বীর বাঙালিদের স্মরণে আমরা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করতে যাচ্ছি কারিগরি (ডিপ্লোমা) বা সমমান পর্যায়ে টেক্সটাইল অলিম্পিয়াড। দেশের সকল পর্যায়ের কারিগরি শিক্ষার্থীদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন হতে যাচ্ছে। দেশের যেকোনো প্রান্তে বসেই রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা আমাদের অলিম্পিয়াড এ অংশগ্ৰহণ করতে পারবে।”
টেক্সটাইল অলিম্পিয়াড এ অংশগ্ৰহণ করতে প্রত্যেক শিক্ষার্থীকে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশন চলবে ১৭মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। নর্দান টেক্সটাইল অলিম্পিয়াডের মূল অনুষ্ঠান শুরু হবে আগামী ৩০শে এপ্রিল এবং ৭ই মে ২০২৩ এ নর্দান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে নর্দান টেক্সটাইল অলিম্পিয়াড ২০২৩ এর আনুষ্ঠানিকতা শেষ হবে। অলিম্পিয়াডে বিজয়ীদের জন্য পুরস্কার ও সনদপত্রের পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতা ও তত্ত্বাবধানে গবেষণার সুযোগ।