ঢাকা২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন জবি ছাত্রদল নেতা রোমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
অক্টোবর ৩১, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ তম ব্যাচ) শিক্ষার্থী শেখ ফজলুল হক রোমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

রোববার ( ৩০ অক্টোবর ) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রোমান মারা গিয়েছে এই তথ্যটি আমরাও জেনেছি। তার বাড়ি নড়াইল জেলায়, এবং নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমি ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।