ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাবিতে আয়োজিত জাতীয় ভাষা বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক সিফাত হোসেন

bdcampus
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

গত ২৩-২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ঢাবিতে আয়োজিত হয়েছে জাতীয় ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। এ প্রতিযোগিতায় ৩২ দলের ৯৬ জন বিতার্কিক এর মধ্যে সেরা বিতার্কিক নির্বাচিত হন রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন এর সভাপতি সিফাত হোসেন।

উক্ত আয়োজনের আয়োজক হিসেবে ছিলো ঢাবির অমর একুশে হল ডিবেটিং ক্লাব। উক্ত আয়োজনে পুরো বাংলাদেশ থেকে স্কুল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২ টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২ টি টিমের মধ্যে নক আউট পর্ব, রাউন্ড পর্ব, প্রি-সেমি, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল বিতর্কে উত্তীর্ণ হয় রাবিকে প্রতিনিধিত্বকারী বিতর্ক দল RUDO।

উক্ত দলে দলনেতা হিসেবে ছিলেন সিফাত হোসেন এবং অন্য দুইজন হলেন মেহেদী হাসান খান এবং মিশাদ ইসলাম।

ফাইনালে তারা ঢাবির কবি জসীমউদ্দীন হল বিতর্ক ক্লাবের মুখোমুখি হয় এবং রানার্স হবার গৌরব অর্জন করে।

পুরষ্কার তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

এই বিষয়ে রুডোর সভাপতি ও উক্ত দলের দলনেতা সিফাত হোসেন বলেন, ” ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দলগত সাফল্যের মাধ্যমে রাবিকে শ্রেষ্ঠত্ব এনে দেয়াই আমার লক্ষ্য। যখন বিতর্কের মঞ্চে রাবিকে প্রতিনিধিত্ব করি মনে হয় এই মতিহারের সবুজ চত্বরের প্রতিটি মানুষ আমার পাশে আছেন। এই দায়িত্বের জায়গাটা একইসাথে ভালোবাসা এবং শ্রদ্ধার। বিতর্ক নামক শিল্পের মাধ্যমে রাবির প্রতিনিধিত্ব করা সত্যিই গৌরব এর। রুডো সবসময় রাবির মুকুটে সফলতার পালক যুক্ত করতে বদ্ধপরিকর। “